বাথরুমে প্রবেশের দোয়া | বাথরুমে কথাবার্তা ও যিকির নিষিদ্ধ | বাথরুম থেকে বের হওয়ার দোয়া

 আসসালামু আলাইকুম


বাথরুমে প্রবেশের দোয়া


* হযরত আনাস রা. থেকে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশ করার সময় এ দুআটি পড়তেন-

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট দুষ্ট নারী ও পুরুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।


• সহিহ বুখারি ও সহিহ মুসলিম ব্যতীত অন্যান্য কিতাবে আছে-


উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ: আল্লাহর নামে প্রবেশ করছি। হে আল্লাহ! আমি আপনার নিকট দুষ্ট নারী ও পুরুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।

ibanglabd

* হযরত আলি রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- বাথরুমে প্রবেশের সময় বিসমিল্লাহ বললে মানুষের সতর ও জিনদের চোখের মাঝে অন্তরায় হয়ে যায়।"

খালি মাঠে বা দেয়াল ঘেরা স্থান হোক সব জায়গায় এই দুআটি পড়বে। মুস্তাহাব হল প্রথমে 'বিসমিল্লাহ' পড়া এরপর উল্লিখিত দুআটি পড়া।


• হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশের সময় এই দুআ পড়তেন-

উচ্চারণ:আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনার রিজসিন নাজিসিল খাবিসিল মুখবিসিশ শাইতানির রজিম।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট নাপাক, অপবিত্র, দুষ্ট এবং অন্যকে দুষ্টকারী অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।

ঘুম থেকে উঠ

বাথরুমে কথাবার্তা ও যিকির নিষিদ্ধ

বাথরুমে যিকির করা ও কথা বলা মাকরুহ। তবে একান্ত প্রয়োজন হলে কথা বলা যাবে। হাঁচি দিয়ে 'আলহামদুলিল্লাহ' বলা, হাঁচির জবাব, সালামের উত্তর, মুআজ্জিনের আযানের জবাব দেয়া নিষিদ্ধ। কেউ সালাম দিলে সালামের উত্তর দিবে না। এগুলো সব মাকরূহে তানযিহি। হারাম নয়। হাঁচি দিয়ে জিহ্বা না নাড়িয়ে শুধু মনে মনে আলহামদুলিল্লাহ বললে অসুবিধা নেই। সহবাস অবস্থায় যিকিরের হুকুমও এমনই। সবকিছু নিষেধ।


• আবদুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করা অবস্থায় এক ব্যক্তি তাকে সালাম দিলে নবীজি তার সালামের উত্তর দেননি।


• মুহাজির বিন কুনফু রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তখন তিনি প্রস্রাব করছিলেন। আমি তাকে সালাম দিলাম। তিনি অযু করে পরে সালামের উত্তর দিলেন। এবং ওজর পেশ করে বললেন, আমি অপবিত্র অবস্থায় আল্লাহর যিকির করতে অপছন্দ করছিলাম।


বাথরুমে থাকা ব্যক্তিকে সালাম দেয়া নিষেধ

উপরোক্ত হাদিসসমূহের আলোকে প্রস্রাব পায়খানায় থাকা ব্যক্তিকে সালাম দেয়া মাকরুহ। যদি কেউ সালাম দেয়, তাহলে তার সালামের উত্তর দেয়া যাবে না।


বাথরুম থেকে বের হওয়ার দোয়া


বাথরুম থেকে বের হয়ে এ দোয়া পড়বে-


 উচ্চারণ: গুফরানাকা, আলহামদুলিল্লা হিল্লাযি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ: হে আল্লাহ, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার থেকে নাপাকি দূর করেছেন এবং আমাকে সুস্থতা দান করেছেন। 


সুনানে আবু দাউদ ও সুনানে তিরমিজিতে বর্ণিত- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বের হয়ে এ দুআটি পড়তেন-

উচ্চারণ: গুফরানাকা

আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

ঘরে প্রবেশ

 * হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বের হয়ে এ দুআ পড়তেন-


উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাযি আযাকানি লাযযাতাহু, ওয়া আবকা ফিয়্যা কুওয়াতাহু, ওয়া আযহাবা আন্নি আযাহু।

অর্থ: প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই খাদ্যের স্বাদ আস্বাদন করিয়েছেন, এর শক্তি আমার ভিতরে রেখে দিয়েছেন এবং এর কষ্টদায়ক বস্তু দূর করে দিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.